চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তার বিরুদ্ধে ওই ইনস্টিটিউটের ক্যান্টিনের এক বালককে বলাৎকার করতে চাওয়ার অভিযোগে উঠেছে। বুধবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরেস্ট্রি ইনস্টিটিউটের ক্যান্টিনের এক বালককে বাগানের ভেতর বলাৎকারের উদ্দেশ্যে নিয়ে যায় শহিদুল। কিছুক্ষণ পর বালকটি চিৎকার শুরু করলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে হাতেনাতে শহিদুলকে আটক করে। পরবর্তীতে উক্ত উপস্থিত শিক্ষার্থীরা মারধর করে শহিদুলকে। প্রাথমিকভাবে বলৎকারের করতে চাওয়ার বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত শহিদুল।
বিষয়টি নিশ্চিত করে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘শহিদুল এখন পুলিশের হেফাজতে আছে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ