প্রায় দেড় বছর আন্দোলন ও মানববন্ধনের পর অবশেষে লিখিত অনুমোদন পেলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ।২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে মানবিক অনুষদের অধীনে ইতিহাস বিভাগ খোলার ভূতাপেক্ষ লিখিতভাবে অনুমোদন প্রদান করা হয়েছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
এদিকে আজ বিকালে মানবিক অনুষদে ইতিহাস বিভাগ অনুমোদন পাওয়াই আনন্দ ও শোভাযাত্রা করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিল গাজী বলেন, "বিভাগ অনুমোদন এটা আমাদের অধিকার, দেরিতে হলেও আমরা আমাদের বিভাগের অনুমোদন পেয়েছি এজন্য ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ইউজিসিকে। আজ আমাদের খুশির দিন। আমাদের এতোদিনের পরিশ্রম সফল হয়েছে।"
উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করে বশেমুরবিপ্রবি। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী রয়েছে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ