রাজশাহী মহানগরীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে ভুল সেটের প্রশ্নপত্রে এইচএসসির পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওই কেন্দ্রে ভুল সেটে রসায়ন পরীক্ষা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুধবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বোর্ডের সকল কেন্দ্রে ‘দুই নম্বর’ সেট প্রশ্নে পরীক্ষা হলেও কর্তৃপক্ষের ভুলের কারণে মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে ‘চার নম্বর’সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। সেখানে ২’শ ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার পর ঐ কেন্দ্র সংশ্লিষ্টরা ভুল স্বীকার করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিকদের জানান, সেট ভুলের কারণে কোনো সমস্যা হবে না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উত্তরপত্র মূল্যায়নের সময় বিষয়টি আমাদের নজরে থাকবে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ