ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাহ আজম শান্তনু

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫১

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর ১০(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য অধ্যাপক শাহ আজমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন। তিনি এই পদে দায়িত্ব পালনকালে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ভোগ করবেন। উপাচার্যের মেয়াদ শেষ হলে তিনি মূল পদে প্রত্যাবর্তন করতে পারবেন। আচার্য প্রয়োজনবোধে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ