ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আইইউমুনা) ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাসেল মুরাদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের নাহিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী বছরের জুন মাস পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার সংগঠনটির উপদেষ্টা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, ট্রাস্টি সদস্য ইসমাইল হোসেন এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২১-২২ এর রিটার্নিং অফিসার সফিউল্লাহ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উন্নয়ন অধ্যয়ন বিভাগের আনিসুর রহমান সায়মান, ডিরেক্টর অব ডকুমেন্টেশন এন্ড ব্রান্ডিং হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুবায়ের আহমেদ মনোনীত হয়েছেন।
এছাড়া ডিরেক্টর অব ফাইন্যান্স হিসেবে অর্থনীতি বিভাগের নাজমুস সাকিব খান, ডিরেক্টর অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের আফিয়া তানজুম আল্পনা, ডিরেক্টর অব মিডিয়া এন্ড ডকুমেন্টেশন ইংরেজি বিভাগের আয়েশা বিনতে রাশেদ তিথি এবং ডিরেক্টর অব লজিস্টিক্স হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ফারিয়া বিনতে ইসলাম মনোনীত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি রাসেল মুরাদ বলেন, ‘আমরা অন্যান্য ক্লাবের সাথে তাল মিলিয়ে চলতে এবং সে অনুযায়ী আমাদের সদস্যদের দক্ষ করে তুলতে আগামী ৩/৪ দিনের মধ্যে করোনার কারণে স্থগিত নবীন বরণ, কর্মশালা ও সামনে অনুষ্ঠিতব্য অন্য ক্লাবের কনফারেন্সে ডেলিগেশন পাঠানোর ব্যবস্থা করতে যাচ্ছি। একসাথে আনুষঙ্গিক সকল কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে আশা করি।’
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ