ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘সরকার ইচ্ছা করলে শিক্ষার্থীদের ভাড়ার দায়িত্ব নিতে পারে’

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

সরকার ইচ্ছে করলে শিক্ষার্থীদের ভাড়ার দায়িত্ব নিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

সোমবার (০৬ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) 'মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক' বিশেষ সেমিনার আয়োজন করে। উক্ত সেমিনারে তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন যৌক্তিক। তাদের ভাড়া দেওয়া উচিত নয়। সরকার চাইলে ছাত্রদেরকে রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারে। এতে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করতো।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মো. রোকনুজ্জামান মনি।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ