ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ২৩:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক জব্বার হলে আয়োজিত ‘ইয়াকুব-মিশু স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১০ টায় শহীদ রফিক জব্বার হল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ ব্যাচের টিম ‘শামসু-০০৭’ এবং ৪৬ ব্যাচের টিম ‘মাস্কেটার্স-৪৬’।

শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন শামসু-০০৭। তারা ৮ ওভারে সব উইকেট হারিয়ে ৬৭ রান করেন। ৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়লাভ করে মাস্কেটার্স-৪৬।

ফাইনাল ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ৪৬ ব্যাচের খেলোয়াড় মেহেদী হাসান ইতু ও ফখরুদ্দিন মো. কেফায়েত।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হন ৪২ ব্যাচের মারুফ হাসান ও ৪৬ ব্যাচের মেহেদী হাসান ইতু।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সোহেল আহমেদ। এসময় হলের সহকারী আবাসিক শিক্ষক সাজ্জাদ হোসেন ও মো. আফাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলায় জড়িত থাকার মাধ্যমে যুব সমাজ মাদকসহ বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে পারে। সড়ক দুর্ঘটনায় হারানো আমাদের ২ শিক্ষার্থী ইয়াকুব ও মিশুর স্মরণে এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। আশা করি এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ নেতা ৪৪ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, সাব্বির হোসেন নাহিদ, আল আমিন ফাহিম ও রাকিবুর রহমান বাপ্পি সহ হলের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খেলায় পুরষ্কার বিতরণ শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হন শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ৪০ তম আবর্তনের ইয়াকুব এবং ৪৪ তম আবর্তনের মিশু। এদের স্মৃতিকে ধরে রাখতে ২০১৭ সালে ‘ইয়াকুব-মিশু স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ এর আয়োজন করেন ৪৩ তম আবর্তনের শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় এবার ৪র্থ বারের মত টুর্নামেন্ট এর আয়োজন করেন শহীদ রফিক জব্বার হলের ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা। গত ২৭ নভেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ