ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে 'বঙ্গবন্ধু এবং বাংলাদেশ' প্রবন্ধের ওপর সেমিনার

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ২০:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'বঙ্গবন্ধু এবং বাংলাদেশ' প্রবন্ধের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ড. মু. শহিদুল্লাহ একাডেমিক ভবনে বাংলা বিভাগ অ্যালামনাই এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। প্রবন্ধ পাঠ শেষে তিনি বলেন, একটি জাতির উত্থানের ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানই অগ্রগণ্য। ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সূত্রে বাঙালি মুক্তির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু যে জাতীয়তাবাদের স্বপ্ন দেখেছে তা কখনোই আঞ্চলিক ছিল না। পদ্মা, মেঘনা, যমুনার এই অববাহিকায় যে বাঙালি তা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সমন্বয়েয় বাঙালি।

বাংলা বিভাগ অ্যালামনই-এর সভাপতি অধ্যাপক পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন অ্যালামনই-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক শহীদ ইকবাল।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ