হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির “ক্যাম্পাস সাংবাদিকতার হাতেখড়ি এবং অনুসন্ধানী সাংবাদিকতা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুরো কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনলাইন মাধ্যমে।
আলোচক হিসেবে ছিলেন বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের এক্টিং হেড অব মাল্টিমিডিয়া কন্টেন্ট সুলায়মান নিলয় এবং সঞ্চালনা করেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির।
কর্মশালায় অংশগ্রহণ করেন হাবিপ্রবিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ সাধারণ সদস্যরাও।
কর্মশালার শুরুতে সুলায়মান নিলয় প্রথমেই হাবিপ্রবি সাংবাদিক সমিতির বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করেন। তারপর ক্যাম্পাস সাংবাদিকতার নানা বিষয় নিয়ে কথা বলেন। প্রায় আড়াই ঘণ্টার কর্মশালায় কথা বলেন ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব এবং অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
আলোচনা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব এবং অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের মাধ্যমে কর্মশালাটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠে।
পরিশেষে, হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাতের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমফভাবে কর্মশালাটি শেষ হয়।উল্লেখ্য, ক্যাম্পাস সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাবিপ্রবি সাংবাদিক সমিতি নিয়মিতই এরকম কর্মশালা করে যাচ্ছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ