রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী এই পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠান ও দেশরত্ন শেখ হাসিনা হলের কাজের উদ্বোধন করতে রাবিতে এসেছেন শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদ শামসুজ্জোহা ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এদিকে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও জোরদার আছে। এখানে সব শ্রেণির নিরাপত্তাসদস্য থাকবে। গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে আমাদের পক্ষ থেকে বিএনসিসি, রোভার স্কাউট, আনসারসহ দুইশতাধিক নিরাপত্তাসদস্য আছে। এরকম একটা জায়গায় নিরাপত্তার জন্য সার্বিকভাবে যে সতর্কতা প্রয়োজন আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ