ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে শীতবস্ত্র বিতরণ করলো সংযোগ 

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২১, ১৭:২০

উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধ, ছাত্র-ছাত্রীসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় বেরোবি ছাত্র-ছাত্রীর কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত ১৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং। সংযোগ কানেক্টিং পিপল, বেরোবি শাখার ভলান্টিয়ার নাদিম মাহবুব নিশাত এবং মুরাদ হোসেন মুনের তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিষয়ে সংযোগ কানেক্টিং পিপল এর প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ জামাল জানান, বেরোবিতে প্রথম পর্যায়ে আমরা ১৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে বিতরণ শুরু হবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ