ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেকৃবি পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে ধরা

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২১, ২০:৪৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১, ২০:৫৬

২০ হাজার টাকায় চুক্তি করে কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় শেকৃবি পরীক্ষা কেন্দ্রের শেখ কামাল ভবনের নয় তলায় ৯০১ নম্বর রুমে প্রক্সি দিতে গিয়ে ধরা খেলেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন-উর-রশিদ সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কৃষি গুচ্ছ পরীক্ষায় আবেদন করেছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানভীর হাসান, পিতা মাহবুবুর আলম এবং তার বাড়ি রংপুর সদর উপজেলায়। কিন্তু সে পরীক্ষায় অংশ নেননি। তার পরিবর্তে অংশ নেন ২০ হাজার টাকার চুক্তিতে শাহরিয়ার ইসলাম। আটক থাকা অবস্থায় সে নিজের পরিচয়ে জানান, সে দিনাজপুর জেলার চিরি বন্দর উপজেলা এবং আব্দুল মতিন এর ছেলে। বর্তমানে সে কারমাইকেল কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন ১০ টা ১৫ মিনিটে। ঘটনাক্রমে শাহরিয়ার কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হন। সঙ্গে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবিসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসেন। তবে এর সবই ছিল ভুয়া। পরীক্ষা চলাকালীন ছবির সঙ্গে মাসুদের চেহারার মিল পাননি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা। পরে তারা খবর দেন প্রক্টরিয়াল বডির সদস্যদের। তারা এসে শাহরিয়ারকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হারুন -উর- রশিদ বলেন, ‘শেকৃবি প্রশাসন শাহরিয়ারকে পুলিশের হাতে সোপর্দ করে বাদী হয়ে শাহরিয়ারের নামে মামলা করবে। পরবর্তীতে পুলিশ তার আইনানুগ ব্যবস্থা নেবে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ