ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শেকৃবি ছাত্রলীগের বিতর্কিত কর্মসূচী 

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২১, ১৮:১৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১, ২০:২২

দ্বিতীয় বারের মতো ৭ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ ২০২০-২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার হলে পৌঁছে দিতে বাইক সার্ভিসের ব্যবস্থা করে শেকৃবি শাখা ছাত্রলীগ।

ঘটনাক্রমে বাইকে থাকা অবস্থায় এক পরীক্ষার্থী বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং সেখানেই জ্ঞান হারায়। বর্তমানে সে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আছে। ঐ সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন দিলে তিনি বলেন, সাড়ে ১২ টার পূর্বে অ্যাম্বুলেন্স যেতে পারবে নাহ। অতঃপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফোন দেওয়ার অনেক পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়। অপরদিকে শেকৃবি উপাচার্য বলেন সর্বদা শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু থাকে।

বাইক চালক সুমন বলেন, ‘আমি আরও কয়েকজন পরীক্ষার্থীকে হল রুম পর্যন্ত পৌঁছে দিয়েছি। এ শিক্ষার্থী বাইকে উঠে শক্তভাবে না ধরার কারণে চলতে শুরু করলে পড়ে যায়। এবং দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

অপরদিকে পরীক্ষা শেষ হওয়ার ৮ মিনিট পূর্বে শেকৃবি শাখা ছাত্রলীগ পরীক্ষা কেন্দ্রের পাশে মিছিল শুরু করলে অনেক শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ বিষয়ে পাশে অবস্থানরত অভিভাবকরা বলেন, ‘এখনও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং তারা অন্য মনস্ক হয়ে গেছে। পরীক্ষা শেষে মিছিল করলে ছাত্রদের কোন সমস্যা হতো নাহ।’

শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাইক সার্ভিসের বিষয়ে বলেন, ‘ছাত্রলীগের স্টিকার ব্যাতিত কোন বাইক আমাদের নাহ। মানবিক দৃষ্টিতে আমরা সেই শিক্ষার্থী কে যতদূর সম্ভব সহযোগিতা করেছি।’ এবং মিছিলের বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালীন মিছিল করা ভুল হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়টি নজরে থাকবে।’

শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘আমরা ছাত্রলীগকে বাইক চালানোর অনুমতি দেয় নি। তাই সেই পরীক্ষার্থীর দায়ভার আমরা বহন করবে।’ তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিতে উপকার করবে বলে আশ্বাস দেন তিনি। তবে মিছিলের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘মিছিল করতে কোন বাধা নেই কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর মিছিল করা উচিত ছিলো।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ