ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ১৮:১০

দেশে দ্বিতীয় বারের মতো কৃষি বিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১.৩০ টায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরিক্ষার জন্য মোট ৩৫,৫০০ জন আবেদনকারীর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন পড়েছে ৬৩৪২ জনের।

বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে -

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘কিছুদিন পূর্বে সফলভাবে ২০ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারেও সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরিক্ষা সম্পন্ন করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ