ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদোন্নতি বোর্ড থেকে পদত্যাগ করেছেন চবির ডিন

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২১, ১৩:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঊর্ধ্বতন সহকারী বা সমমানের পদ হতে সেকশন অফিসার বা সমমানের আপগ্রেডেশনের মাধ্যমে নিয়োগের জন্য গঠিত নির্বাচনী বোর্ড থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. সালামত উল্যা ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ নিয়ে একটি চিঠি দেন তিনি।

বিষয়টি নয়া শতাব্দীকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, পদত্যাগ পত্র পেয়েছি। তবে তিনি যা মনে করছেন, তেমনটা নয়।

চবি রেজিস্ট্রার আরও বলেন, তিনি পদত্যাগ করলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বোর্ড চলবে।

পদত্যাগ পত্রে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া উল্লেখ করেন নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াগত কিছু ত্রুটির জন্য আইনি জটিলতা ও সামাজিক ঝুঁকি সৃষ্টি হয়েছে। সেজন্য ব্যক্তিগত নিরাপত্তার কারণে পদত্যাগ করেছেন তিনি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ