জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) আবর্জনামুক্ত রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (এসআইএ-জেইউ)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আলিফ বিন হাসান বলেন, সংগঠনের প্রায় ৪০ জন সদস্য কয়েকটি গ্রুপে ভাগ হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। পুরো ক্যাম্পাসই পরিষ্কার করার চেষ্টা করবো।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষকে সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়ন, মডেল ইউনাইটেড ন্যাশনস আয়োজন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।
সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি অব ক্রিয়েটিভ ডিজাইন মুজাহিদুল ইসলাম বান্না বলেন, শিক্ষার্থী হিসেবে আমাদের শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। এটা শুধু যে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম তা নয়, বরং এটা পরিচ্ছন্ন মানসিকতা তৈরির একটা অংশ। আমরা চাই পরিচ্ছন্ন মনের মানুষ তৈরি হোক, নিজের কাধে দায়িত্ব নিয়ে নিজেদের পরিবেশ সুন্দর রাখতে শিখুক। আমাদের বিশ্বাস পরিচ্ছন্ন মনের মানুষরাই একদিন পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিবে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ