ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেকৃবিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২১, ১৮:৫০

“হোক সচেতনতা বিস্তার, চাই এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে নিস্তার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা (FAO), বাংলাদেশ এর সহযোগীতায় বাংলাদেশ এ এম আর রেসপন্স অ্যালায়েন্স (BARA) আয়োজিত অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য ২৩ নভেম্বর (মঙ্গলবার) অ্যানিমেল সায়ন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সেমিনার কক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের সভাপতি অধ্যাপক ড. কে. বি. এম. সাইফুল ইসলাম, FAO বাংলাদেশ এর টিম লিডার ড. এরিক ব্রাম, বিপিআইসিসি প্রতিনিধি প্রফেসর ড. ইলিয়াস হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ড. বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানে ৩০জন ইন্টার্ন ভেটেরিনারিয়ানসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। এন্টিবায়োটিক নির্বাচন, প্রয়োগ, ব্যাবহার এবং প্রত্যাহারকাল যথাযথ নিয়মনীতি মেনে পালন করতে হবে। পাশাপাশি প্রান্তিক খামারি, ঔষুধ বিক্রেতাসহ সাধারণ ভোক্তাদেরও যথেচ্ছ এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে।

উল্লেখ্য যে, প্রতিবছর সারাবিশ্বে ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়ে থাকে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ