ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছিনতাইকারীর কবলে জাককানইবি ইইই বিভাগীয় প্রধান

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ২০:৩০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান ছিনতাইকারীদের কবলে পড়েছেন।

জানা যায় ২১ নভেম্বর রোববার ভোরে নিজ বাড়ি বগুড়া থেকে বিশ্ববিদ্যালয়ে আসার উদ্ধেশ্যে রওনা হন তিনি৷ ভোর ৫ টার সময় একটি সিএনজি নিয়ে বাসস্ট্যান্ডের দিকে আসার সময় দেশিয় অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, ও নগদ অর্থসহ সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা৷ এ সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত হয় তার বাবা।

এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মাহমুদুল হাসান৷ এ সময় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য দেননি৷

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ