ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ১২:৫০ | আপডেট: ২১ নভেম্বর ২০২১, ১৩:০২

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। এর আগে রোববার (২১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ধর্ষণের হুমকি প্রদানকারী বাস হেল্পারের শাস্তি ও সব গণপরিবহনে হাফ পাশ নিশ্চিত করার দাবিতে রাজধানীর বকশি বাজার মোড় অবরোধ করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা।

জানা যায়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী হাফ ভাড়া দিতে চাওয়ায় তাকে ধর্ষণের হুমকি দেয় ঠিকানা প‌রিবহ‌নের এক হেলপার। ওই হেলপারের বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেস করেন। তারা জানায় ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে পুনরায় তারা আন্দোলনে যাবে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ১. ঠিকানা বাসের মালিককে ক্ষমা চাইতে হবে এবং অভিযুক্ত হেলপারকে বিচারের আওতায় আনতে হবে। ২. সব ধরণের গণপরিবহনে হাফ পাশ নিশ্চিত করতে হবে। ৩. গণপরিবহনে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ নিশ্চিত করতে হবে।

বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী মনসুর জাহান বলেন, ‘তাদের স্পর্ধা দেখে আশ্চর্যান্বিত হই। আমার বোনকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। এর বিচার না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না।’

বদরুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার বলেন, ‘আমরা তোমাদের অভিভাবক, তোমাদের সকল দাবির সাথে একাত্মতা পোষণ করছি। যদি বাস কর্তৃপক্ষ তোমাদের দাবি না মানে তাহলে আমরা তোমাদেরকে সাথে নিয়ে আন্দোলন শুরু করবো আবার। এখন তোমারা আমার সাথে ক্যাম্পাসে ফিরে চলো।’ এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ