২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
করোনা মহামারির কারণে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হচ্ছে। একই কারণে গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির নম্বর গড় করে ফল দেয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।
তিনি বলেন, এখন সামনে যেটুকু সময় আছে, সে সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।
শিক্ষামন্ত্রী বলেন, কতটা পেছাবে এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু’বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল। আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।
২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেয়া হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ