ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাবির গ্রন্থাগার চত্বরে সমাহিত হবেন হাসান আজিজুল হককে 

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২১, ১১:৪৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১১:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। ইতোমধ্যে কবর খননের কাজ শুরু হয়েছে। দাফনের আগে তাকে শ্রদ্ধা জানানোর জন্য রাবির শহীদ মিনারে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে।

তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টায় হাসান আজিজুল হকের মরদেহ তার কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১২টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনারে ভক্তদের শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ