ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সমন্বিয়ত ভর্তি পরীক্ষায় রুয়েটে উপস্থিতি ৭৩ শতাংশ

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ২১:০৩

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতি হার ৭২ দশমিক ৫২ শতাংশ। অনুপস্থিতির হার ২৯ দশমিক ৪৮ শতাংশ।

শনিবার (১৩ নভেম্বর) সকাল দশটা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েট ১০ টি একাডেমিক ভবন ও ০৯ টি ল্যাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রুয়েটের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত ক গ্রুপের এবং পৌনে একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত খ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ৯২০০ থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৪৮৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে অনুপস্থিত ছিল ২৭১২ জন বা ২৯ দশমিক ৪৮ শতাংশ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ