ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৭ দশমিক ৭০ শতাংশ। এ ইউনিটে মোট আসন ৬ হাজার ৫০০টি।
বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১২ হাজার ৬৬২ জন উত্তীর্ণ হয়েছেন। এ ইউনিটে মোট আসন ৫ হাজার ৩১০টি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ