ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আবার পেছালো জাবির ভর্তি পরীক্ষা

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ১৯:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২১, ১৯:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ আবারো পেছানো হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান ভর্তি পরীক্ষা পেছানোর এ তথ্য জানান।

এ নিয়ে দ্বিতীয় দফায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ ও ২২ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা থাকায় নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ঠরা।

আবু হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ) - এর ভর্তি পরীক্ষা ২০ নভেম্বর ২০২১ তারিখের পরিবর্তে ২১ নভেম্বর এবং ২১ নভেম্বর ২০২১ তারিখের পরিবর্তে ২২ নভেম্বর পূর্ব নির্ধারিত শিফট ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

এছাড়া অন্যান্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট (juniy-admission.org) এ পাওয়া যাবে।'

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ