ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চবিতে কুকুরের কামড়ে ৫ শিক্ষার্থী আহত 

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২১, ১৮:৩১

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এক কুকুরের কামড়ে আহত হয়েছেন পাঁচ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শাহ জালাল হল এবং পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনাগুলো ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে দুই জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে রওনা হয়েছিল। জিরো পয়েন্টের কাছাকাছি ডাচ বাংলা ব্যাংকের সামনে আসলে এমন সময় একটা সাদা কুকুর উক্ত দুইজন শিক্ষার্থীর মধ্যে থেকে একজনের পায়ে আচমকা কামড় বসায়। পরবর্তীতে আরেক শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণের জন্য বের হলে তাকেও হাত ও পায়ে কামড় দেয় কুকুরটি। এমতাবস্থায় তিনি চিকিৎসার জন্য চবি মেডিক্যালে গিয়ে জানতে পারেন, তিনি ছাড়া আরও চার জন শিক্ষার্থী ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক নয়া শতাব্দীকে বলেন, ‘সব কিছু জানার পর ব্যবস্থা গ্রহণের জন্য লোক পাঠিয়েছিলাম। মোটামুটি দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৪ টার দিকে কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হন তারা।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ