অস্থায়ী টিকাকেন্দ্রে চলমান টিকা কার্যক্রমের আওতায় আগামী রবিবার (১৪ নভেম্বর) ফাইজারের ১ম ডোজের টিকা নেওয়ার সর্বশেষ সুযোগ পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। গত ২৭ অক্টোবর ১ম ডোজের টিকাপ্রদান কর্মসূচির সমাপ্তি ঘটলেও সেবারে টিকা নিতে ব্যর্থ শিক্ষার্থীদের জন্য থাকছে সর্বশেষ এ সুযোগ।
টিকার রেজিস্ট্রেশন কার্ড ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত ১ম ডোজের টিকা নেয়নি এমন যেকোনো শিক্ষার্থীই রবিবার টিকা নিতে পারবে। এর পরবর্তীতে নতুন করে টিকা নেওয়া ও প্রথম বারে জাতীয় পরিচয়পত্র ও টিকার রেজিস্ট্রেশন ব্যতিত টিকা নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে টিকার রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় দ্বিতীয় ডোজের টিকা ও টিকার সার্টিফিকেট পাবে না তারা। টিকাকেন্দ্রে টিকা দেওয়া প্রতিটি শিক্ষার্থী এমন সমস্যা নিরসনে ক্যাম্পাসে এনআইডি বুথ বসানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. কবির হোসেন।
অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, গতমাসের টিকা কার্যক্রমে যারা টিকা নিতে পারেনি তাদের জন্য আগামী রবিবার সর্বশেষ একটি সুযোগ থাকছে। সময় হলে এরপরে আমরা দ্বিতীয় ডোজের জন্য আবার টিকাকেন্দ্র স্থাপন করব। এবার কেউ প্রথম ডোজের টিকা মিস করলে আমরা আমাদের কিছু করার থাকবে না।
উল্লেখ্য, শতভাগ শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকার আওতায় আনার লক্ষ্যে গত মাসে রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শর্তকে একপাশে রেখে আট দিনে সেখানে প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থীদেরকে টিকা প্রদান করা হয়। এরপরেও যেসব শিক্ষার্থী টিকা নিতে ব্যর্থ হয়েছে তাদের টিকা নিশ্চিত করতে আগামী রবিবার পুনরায় এ টিকা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ