ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাতিষ্ঠানিক ই-মেইল দাবি শেকৃবি শিক্ষার্থীদের 

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২১, ১২:৪৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রতিষ্ঠার একুশ বছরে অনেক উন্নতি হলেও শিক্ষার্থীদের কপালে জোটেনি প্রাতিষ্ঠানিক ই-মেইল একাউন্ট। যার ফলে ই-লার্নিং, শিক্ষাবৃত্তি ও বিশেষ করে গবেষণার কাজে নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ই-মেইল একাউন্ট দেওয়া হলেও, শেকৃবিতে শুধু আশা দিয়েই শেষ। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।'

সারাবিশ্বের স্বনামধন্য জার্নাল হতে অনলাইনে গবেষণা প্রবন্ধ পড়া, গবেষণা প্রবন্ধ প্রকাশনা, গবেষণা অনুদান প্রাপ্তি ও শিক্ষাবৃত্তির জন্য আবেদনসহ নানা কাজে প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক ই-মেইলের। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে শেকৃবি প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। ফলশ্রুতিতে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা পড়ছেন নানা জটিলতায়। অনেকে আগ্রহ হারাচ্ছেন নানামুখী গবেষণায়।

বর্তমান আধুনিক যুগে বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল না থাকার কারণে আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মগুলো থেকে একাডেমিক, ব্যবহারিক এবং ক্যারিয়ার বিষয়ক অনেক দক্ষতা অর্জন থেকে পিছিয়ে পড়ছে। এছাড়াও আনলিমিটেড গুগল ড্রাইভ ব্যবহার, বিভিন্ন লার্নিং এণ্ড ডেভেলপমেন্ট সফটওয়্যারের ফ্রি এক্সেসসহ আরও অনেক সুবিধা গ্রহণে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। স্নাতক শেষে দেশের বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে গিয়েও বাজে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে অনেকে।

কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল লতিফ প্রাতিষ্ঠানিক ই-মেইল এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, ‘প্রাতিষ্ঠানিক ই-মেইল একজন শিক্ষার্থীর পরিচয় বহন করে। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন জার্নাল পড়া। বাইরের দেশে আবেদন করার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এ মাধ্যমে ই-মেইল ফেইক হওয়ার সম্ভাবনা নেই। কারণ এটি একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে।’ সামনের মিটিংয়ে এ বিষয়ে কথা তুলবো যেন প্রাতিষ্ঠানিক ই-মেইল এর ব্যবস্থা করা হয়, বলে আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইন বলেন, বর্তমানে শুধু মাস্টার্সের শিক্ষার্থীদের আবেদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হয়। অনান্য লেভেলের কোন শিক্ষার্থী যদি প্রয়োজন মনে করে তাহলে অনেক শিক্ষার্থী একত্রে রেজিস্ট্রার বরাবর আবেদন করে উপাচার্যের অনুমতিক্রমে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ