ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাত কলেজের ভর্তি পরীক্ষা চলছে

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২১, ০৯:৫৯ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১, ১০:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা চলছে। শুক্রবার (৫ নভেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র সাতটি হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সরেজমিনে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রে আসা এসব শিক্ষার্থীরা জানান, তাদের পথে পথে ভোগান্তির কথা।

সাভার থেকে কিছুটা পথ সিএনজি অটোরিকশায়, কিছুটা পথ রিকশায় সবশেষ পায়ে হেঁটে ঢাকা কলেজে পরীক্ষা দিতে এসেছেন রফিকুল ইসলাম ও মারিয়া জাহান। তারা বলেন, হঠাৎ ডাকা ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়তে হয়েছে। গুনতে হয়েছে বাড়তি ভাড়াও।

আফরোজা আলম নামে আরেক পরীক্ষার্থী বলেন, ধর্মঘটের খবর আমরা জানতাম না। হঠাৎ বাস চলাচল না করায় সকালে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা না হয় আশপাশে থেকে পরীক্ষা দিতে আসতে পেরেছি অনেকেই রয়েছেন যারা দূরে অবস্থান করছেন। তারা বাস চলাচল বন্ধ হওয়ার কারণে পরীক্ষা দিতে আসতে পারছেন না।

তবে যেকোনো পরিস্থিতিতে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ।

তিনি বলেন, পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে আমরা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করাব এবং পরীক্ষা নেব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ