ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেল হত্যা দিবসে রুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপের ধাক্কাধাক্কি

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ১৮:৪৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে জেল হত্যা দিবসের দোয়া মাহফিলের আয়োজন নিয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে দুই গ্রুপকে আলাদা করে।

পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ওসমান হায়দার তমাল ও ছাত্রলীগ নেতা তানভির আহমেদ আবিরের নেতৃত্বের পৃথকভাবে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর পর দুই পক্ষে ক্যাম্পাসে গিয়ে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় আগে পরে করার নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে তমাল গ্রুপের ছাত্রলীগ কর্মীরা আবির ও তার কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশ তমাল পক্ষের কর্মীদের হলে পাঠিয়ে দেয়। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ