ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাবিপ্রবির ডরমিটরি-২ হলে সহকারী হল সুপার জুয়েল আহমেদ

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ০১:৩০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) সহকারী হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার।

উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্টার অধাপক ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) সহকারী হল সুপারের দায়িত্বে নিয়োজিত ড. মো. রবিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে সহকারী অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী তিন বছর মেয়াদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে সহকারী হল সুপারের দায়িত্বে শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।

দায়িত্ব পেয়ে মো. জুয়েল আহমেদ সরকার বলেন, হাবিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মানসে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে হাবিপ্রবি প্রশাসন যে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সঙ্গে একাত্ম হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ সাধ্যটুকু দিয়ে আমাদের শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার চেষ্টা করবো। আমার বিশ্বাস এই প্রক্রিয়ায় আমি আমার সহকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং দোয়া পাবো।

নয় শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ