ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

খাবার নিয়ে ছিন্নমূলদের পাশে বাঙলা কলেজ শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২১, ১৪:২২ | আপডেট: ১৩ মার্চ ২০২২, ১৭:০২

বাঙলা কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালিত হয়।

সরকারি বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের উদ্যোগে এবং তাদের ব্যক্তিগত অর্থায়ণে শতাধিক অসহায়, অনাহারী, ভিক্ষুক ও রিক্সা চালকের মধ্যে দুপুরের এক বেলার খাবার বিতরণ করা হয়।

হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম এ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক লাবনি শাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঙলা কলেজ যুব থিয়েটারের সাধারণ সম্পাদক আতিকুর রহিম, ছাত্রলীগকর্মী সাগরসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধন করে এস এম মাহবুবুল ইসলাম আয়োজক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রমের সাথে থাকার আহ্বান জানান।

এসময় এই কর্মসূচীর উদ্যোক্তা শেখ সাকিব আলম বলেন, ‘ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে আমাদের অসহায় শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার করারও পরিকল্পনা রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ