ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ বন্ধু’র জন্মদিন

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ২০:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বন্ধু’র আজ ৬ষ্ঠ জন্মবার্ষিকী। ২০১৫ সালের ২৯ অক্টোবর একদল উদ্যমী তরুণের হাত ধরে এই সংগঠনের পথচলা। যার মূল প্রতিপাদ্য ছিল ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’।

সংগঠনটির সভাপতি মো. আবেদীন কবির বলেন, ‘বন্ধুর সপ্তম বর্ষে পদার্পণ আজ। নিয়মিত ৪০০ রক্তযোদ্ধা নিয়ে আমাদের বর্তমান কার্যক্রম। রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্ত সংগ্রহ করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি, স্বাস্থ্য কথা প্রোগ্রাম, রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সবার সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক সাইদুল আল আমিন ও আইন বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিক।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ