ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেরোবি ডিবেট ফোরামের নতুন কমিটি

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ১১:৪৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) এর ২০২১-২২ কার্যনির্বাহী সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক সভাপতি ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস তমার সভাপতিত্বে এক অনলাইন সভায় সংগঠনটির চিফ মডারেটর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এবং মডারেটর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম নুরুল্লাহ’র উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এই অনলাইন সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের ও তরিকুল ইসলাম পিয়াস।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রেদোয়ানুর রহমান প্রান্ত, প্রকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কে মুরাদ আহমেদ, তাহেরুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান টুম্পা, দপ্তর সম্পাদক জান্নাতু জাহান লাবনী, রেনী আক্তার, জান্নাতুন নাহার তুলি, কাওসার সরকার, যুথী রানী, মুশফিক খান, ফারুক হোসাইন, রিশাদ নূর, শামীম ওসমান, পরিতোষ রায়, লিমন ইসলাম, তাজরিমিন তানফি, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল খালেক, শ্যামল সিদ্দিক প্রমুখ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ