ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীর্ঘ ১৭ মাস পর ক্যাম্পাসে ফিরলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ১৫:০১

দীর্ঘ ১৭ মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেন। হলে প্রবেশকালে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল, হ্যান্ড স্যানিটাইজার, মিষ্টি ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘদিন পর হলেও ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর হলেও ক্যাম্পাসে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কারণ বাসায় বসে থাকা খুবই কষ্টকর। প্রাণের ক্যাম্পাসে এসে আমাদের আনন্দে মন ভরে গেছে। কারণ শিক্ষাজীবনে বাসায় থেকে নিজেকে সেভাবে প্রস্তুত করা যায় না। করোনা মহামারি কারণে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পর হলেও ক্যাম্পাসে আসতে পেরে ভালো লাগছে। আশা করছি করোনা বিদায় নেবে, আবারো প্রাণচঞ্চল হয়ে উঠবে ক্যাম্পাস।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সকল আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ও ভ্যাকসিন সার্টিফিকেট/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রেশন খাতায় নাম এন্ট্রি করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হয়। দীর্ঘদিন পর হল খুলে দেওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

সকাল ১০টায় রুয়েটের শহীদ লেফেটেন্যান্ট সেলিম হল পরিদর্শন করেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, শহীদ লে: সেলিম হল প্রভোস্ট প্রফেসর আবু বকর ছিদ্দিক, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, শহীদ লে: সেলিম হল সহকারী প্রভোস্ট তারেক হোসেন ও ফারুকুজ্জামান ফারুক প্রমুখ। হলে প্রবেশকালে শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল, হ্যান্ড স্যানিটাইজার, মিষ্টি ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেন তারা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ