নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের চেয়ারম্যান এবং ইকোনমিক্স বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এবং ইকোনমিক্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক এস এম ওয়াহিদ মুরাদ।
২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন ড. শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সুযোগ সুবিধা ও নির্ধারিত ভাতা পাবেন ড.শফিকুল ইসলাম।
চেয়ারম্যান হিসেবে দায়িত্বের বিষয়ে ড. শফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু আমি একজন গবেষক তাই আমার প্রথম কর্তব্য হলো বিভাগকে গবেষণায় এগিয়ে নেওয়া। গতবার যখন আমি বিভাগের চেয়ারম্যান ছিলাম, তখন প্রায় ৩ কোটি টাকার ইন্সট্রুমেন্ট উন্নয়ন প্রজেক্ট অনুমোদন করিয়ে ছিলাম যা গত চার বছরে বিভাগে যুক্ত হয়েছে। বিভাগে গবেষণা বান্ধব করার জন্য আমি সব কিছুই করার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল দ্রুত প্রদান পূর্বক সেশন জট কমিয়ে আনব।’
এদিকে ইকোনোমিক্সের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ দেওয়ানের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি উচ্চ শিক্ষার জন্য ছুটি নেওয়াতে পদ খালি হয়েছে। এই পদে ওই বিভাগের সহকারী অধ্যাপক এস এম ওয়াহিদ মুরাদ ২৪ অক্টোবর ২০২১ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিজের দায়িত্বের বিষয়ে এস এম ওয়াহিদ মুরাদ নয়া শতাব্দীকে বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণার উন্নতির জন্য ল্যাব ক্লাসগুলো নিয়মিত করে ল্যাব সচল করার চেষ্টা করবো। আমাদের অনেকগুলো নতুন কম্পিউটার আসছে এবং নিজেদের সফটওয়্যার আছে যা শিক্ষার্থীদের গবেষণার কাজে সহযোগিতা করবে। পাশাপাশি আমার সময়ে জিপিএ বাধা দূর করার চেষ্টা করবো যা শিক্ষার্থীদের গবেষণার কাজে সহযোগী হবে।’
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ