বিকাশ এবং রকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকারি বাঙলা কলেজ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রকেটের পক্ষ থেকে রকেটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকাশের পক্ষ থেকে তাদের প্রতিনিধি এবং সরকারি বাঙলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ চুক্তি করলো কলেজ প্রশাসন। চুক্তিমতে এখন থেকে বাঙলা কলেজের সকল শিক্ষার্থী বিকাশের মাধ্যমে কলেজের সকল ফি দেশের যেকোন যায়গা থেকে জমা দিতে পারবে। আগামী সপ্তাহ থেকে রকেটের মাধ্যমেও শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।
বিকাশের হাজারের ১৩ টাকা এবং রকেটের আগামী ছয়মাস কোন চার্জ ছাড়া শিক্ষার্থীরা কলেজের সকল ফি জমা দিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, এস এম মাহবুবুল ইসালাম ও নাহিদা পারভিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ