ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
সাত কলেজ বিড়ম্বনা

বাঙলা কলেজের মেয়ে শিক্ষার্থীর ফলাফলে ঢাকা কলেজ

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২১, ২১:০০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ২১:১২

ঢাকা ক‌লে‌জের শিক্ষার্থী না হ‌য়েও প্রথম ব‌র্ষের ফলাফলে নি‌জেদের কলে‌জের নাম ঢাকা ক‌লে‌জ আসছে বলে অভিযোগ ক‌রেছেন ঢাবি অধিভুক্ত সাত ক‌লে‌জের কয়েকজন শিক্ষার্থী। এর ম‌ধ্যে অধিকাংশই ছাত্রী।

সরকারি বাঙলা ক‌লে‌জের হিসাব‌বিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী সাব‌রিনা বলেন, ‘প্রথম ব‌র্ষের মা‌নোন্নয়ন‌ পরীক্ষার ফলাফল সমন্বয় হ‌য়ে‌ছে কিনা যাচাই করতে ওয়েবসাইটে গি‌য়ে দে‌খি আমি ঢাকা ক‌লে‌জের শিক্ষার্থী। বিষয়‌টি ক‌য়েকজন‌ বান্ধবী‌কে জানাই। কিন্তু তা‌দের ক্ষে‌ত্রেও একই সমস্যা দেখা গেছে। এটা স‌ত্যিই বিব্রতকর। য‌দি ফলাফ‌লে এরকম ত্রুটি থাকে তাহ‌লে ভবিষ্যতে আমাদের উপর এর প্রভাব পড়তে পা‌রে।’

আরেক শিক্ষার্থী তাস‌পিয়া আক্তার ব‌লেন, ‘একজন ছাত্রী হ‌য়েও ঢাকা ক‌লে‌জে নাম আসছে, যা দে‌খে আতঙ্কিত হয়েছিলাম। কারণ সাত ক‌লে‌জ বিড়ম্বনা যে‌ন পিছু ছাড়ছে না। আমা‌দের একটির পর একটি সমস্যা লে‌গেই থা‌কে।’

সরকা‌রি সোহরাওয়ার্দী ক‌লে‌জের হিসাব‌বিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী শাহ জুনা‌য়েদ আহ‌মেদ‌ ব‌লেন, ‘আ‌মার ফলাফল দেখ‌তে গি‌য়ে দে‌খি ক‌লে‌জের নাম ঢাকা ক‌লেজ লেখা। য‌দিও এটি কর্তৃপক্ষের ত্রুটি ত‌বে বিষয়‌টি হাস্যকর।’

খোঁজ নি‌য়ে জানা যায়, একই বিভা‌গের বিভিন্ন ক‌লে‌জের আরও বেশ ক‌য়েকজন শিক্ষার্থীর ক‌লে‌জের নাম ঢাকা ক‌লেজ আসছে।

বিষ‌য়টি জানতে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে একা‌ধিকবার ফোনে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লেও তিনি ফোন রি‌সিভ ক‌রে‌ননি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ