ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

ছাত্রত্ব টিকিয়ে রাখতে অবৈধ ভর্তির চেষ্টা ইবি ছাত্রদল নেতার

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স অগ্রাহ্য করে অবৈধভাবে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তির অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের বিরুদ্ধে। তিনি পরিসংখ্যান বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্সে পুনঃভর্তি হন।

একাডেমিক শাখা ও বিভাগ সূত্রে জানা যায়, আনোয়ার পারভেজ ২০১১-১২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি হন। পারিবারিক সমস্যার কারণে কোর্স সম্পন্ন করতে পারেননি উল্লেখ করে বিভাগের সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পুনঃভর্তির আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির ১৯৩তম সভায় তাকে বিশেষ বিবেচনায় পুনঃভর্তির সুপারিশ করা হয়। পরে সেটি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে গেলে একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তি ধারা ১৫(ক) অনুযায়ী এমএসসি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পুনঃভর্তির সুযোগ নেই উল্লখ করে পরপর্তী পদক্ষেপের জন্য প্রেরণ করে। পুনঃভর্তির অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বহির্ভূত হওয়ার এ পরে তা স্থগিত করে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আনোয়ার পারভেজ বলেন, পারিবারিক সমস্যার কারণে আমি সেই সময় পরীক্ষা দিতে পারিনি। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে নভেম্বরের ৫ তারিখের মধ্যে ভর্তি হতে বলা হয়েছিল। আমি ভর্তি হয়ে গেছি।

একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, আগে ভর্তির অনুমোদন দেয়া হয়েছিল। পরে স্থগিত করা হয়েছে। চিঠি তৈরি হচ্ছে। আমরা বিভাগে পাঠিয়ে দেব।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমার কাছে ফাইলটি এসেছিল। আবেদনটি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বহির্ভূত হওয়ায় আমি সেটি নাকোচ করে দিয়েছি। তবে কর্মকর্তার ভুল বুঝাবুঝির কারণে ভর্তির অনুমোদন দিয়েছিল। পরে আমি স্থগিত করে দিয়েছি।

উল্লেখ্য, আনোয়ার পারভেজ আবেদন পত্রে পারিবারিক সমস্যা উল্লেখ করলেও তাকে বিভিন্ন সময় ক্যাম্পাসে চলাচল, আড্ডাসহ অন্যান্য কর্মকার্ড করতে দেখা যেত বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন সময় আন্তর্বিভাগ ও আন্তহল ফুটবল প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহন করেন। শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে বিভিন্ন মাধ্যমে লবিং করছেন বলে জানা গেছে। এ পদ পেতেই ছাত্রত্ব টিকিয়ে রাখার অবৈধ চেষ্টা করছেন বলে জানা যায়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ