অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিভাগের নিজস্ব কক্ষে বর্ষপূর্তি উদ্যাপনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন মাত্র এক বছরে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ অনেক উন্নতি করেছে। এছাড়া দক্ষ সংবাদকর্মী গড়ে তুলতে এই বিভাগ সবসময় দৃঢ় সংকল্পবদ্ধ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আ ন ম এহসানুল হক মিলন। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রত্যাশা থাকবে এই বিভাগের শিক্ষার্থীরা ন্যায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা ও গণমাধ্যম সংক্রান্ত সকল ক্ষেত্রে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগকে শুভ কামনা জানান। সেই সাথে এই বিভাগের শিক্ষার্থীরা বস্তুনিষ্ঠ ও গবেষণামূলক সাংবাদিকতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ ও প্রভাষক কেয়া বোস। এই সময় বিভাগের চার ব্যাচের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের যাত্রা শুরু হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ