ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৫, ২২:৩২

মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চার আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন।

শনিবার (১১ জানুয়ারি) হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের ৪ জন শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হলো। উপর্যুক্ত শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।

জানা যায়, ১০ ডিসেম্বর রাতে হলটির একাত্তর ব্লকের ৮৩১ নম্বর কক্ষের চার শিক্ষার্থীকে মাদক সেবন অবস্থায় আটক করে হল প্রশাসন।

স্থায়ীভাবে আবাসিকতা বাতিলের ব্যাপারে হলটির হাউজ টিউটর মো. তারিফুল ইসলাম বলেন, সত্যতা যাচাই করে আমরা ৪ জন আবাসিক শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করেছি। হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোনো ধরনের সমস্যা সমাধানে হল প্রশাসন যেমন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে, তেমনি যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড বা হল অভ্যন্তরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে বাধা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে হল প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ