ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

নতুন কমিটি দিয়ে বাকৃবিতে প্রকাশ্যে শিবির

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কমিটি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসলো বাকৃবি শাখা ছাত্রশিবির।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম। এর আগে ৫ জানুয়ারি সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়।

ফখরুল ইসলাম জানান, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং তার নাম ঘোষণা দেন।

এ সময় ২০২৫ সালের জন্য নতুন নেতৃত্ব বাকৃবি শাখাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ