বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর এক মিলনায়তনে এ কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শাবিপ্রবি নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের প্রত্যক্ষভাবে ভোট সভাপতি নির্বাচিত হয়। নির্বাচন শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ