সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দীর্ঘদিন যাবৎ কার্যক্রম স্থগিত থাকা বিনোদন সংঘের নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী সভাপতি এবং কৃষি অর্থনীতি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মঈনুল হাসান সাদিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে স্মারক নং. রেজি/সংস্থাপন/বিনোদন সংঘ-২৭২/০৮/১৩৮০, মূলে পঠিত বিনোদন সংঘের কার্যনির্বাহী কমিটি পত্রজারির তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন- মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্য সহ-সভাপতি, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহম্মেদ কোষাধ্যক্ষ, রাকিব হোসেন আফ্রাদ যুগ্ম-সম্পাদক -১, রাবেয়া ফেরদৌস মিমি যুগ্ম-সম্পাদক-২।
এ ছাড়া কৃষি সম্প্রারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, এনাটমি ও হিস্টোলজি বিভাগষগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের সহকারী পরিচালক শরীফ উল হাসান, ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং শিক্ষার্থীদের মধ্যে বাফিল আহমেদ অরিত্র ,মাহমুদুর রহমান, মুহাম্মদ নাঈম রাইয়ান রিভি, নির্ঝর রায়, ওয়ালিদ রহমান, মো. শাফিউল করিম, মো. আরিফুল আলমাস, ড. মো. রুহুল আমিন, সুমাইয়া ইসলাম সূচনা, অবন্তিকা সরকার অর্পা , আল মেহেদী, দ্বীপ দাস অভি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকি জানান, ‘সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংঘের নাম ‘বিনোদন’। এটির শ্লোগান হলো দেশীয় ঐতিহ্য ও সুস্থ সাংস্কৃতিক চর্চা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সুস্থ্ বিনোদন, সৃজনশীলতার অনুশীলন, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে এবং ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে এই সংঘটি কাজ করবে। সংঘটি ২০০৮-২০০৯ সালে গঠিত হলেও বিগত ১৬/১৭ বছর এটির তেমন কোন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি। সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা বেশ কিছু উদ্দমী শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও সুযোগ্য শিক্ষক রয়েছেন এবারের বিনোদন সংঘে। সকলের সহযোগিতায় আমরা বিনোদন সংঘকে একটি অনন্য উচ্চতায় পৌঁছাতে প্রতিজ্ঞাবদ্ধ।’
সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান সাদিক বলেন, ‘বিনোদন সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে অত্যন্ত গর্বিত। সংঘের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কাজ করব। এ সুযোগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, সবার সহযোগিতায় আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে পারব।’
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ