জামালপুর জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের রেদুয়ানুল ইসলাম রুমেল ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মো. সোলাইমান মনোনীত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম ও মো. সেলিম, সহ সভাপতি জীবন কুমার দেব, আজম ইসলাম, রাফিয়া বিনতে রফিক, সুমাইয়া জান্নাত তাসনিয়া তাহসিন, নয়ন রানা, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও মেহেদী হাসান তনয়, সাংগঠনিক সম্পাদক মো. আবু হোরায়রা, সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও মেহেদী হাসান মিরাজ, দপ্তর সম্পাদক মুঞ্জেরিন মোশাররফ হৃদি, উপ দপ্তর সম্পাদক আবু সাইবা সাদি, প্রচার সম্পাদক মো. আলামিন, উপ প্রচার সম্পাদক মেহেদী হাসান ওমি, অর্থ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা , উপ-অর্থ বিষয়ক সম্পাদক কাইয়ুম হাসান ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাওয়াদুন নূর ও নাইম ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনন্যা ছোঁয়া , উপ -সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমি।
এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহানুর রহমান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজু , যোগাযোগ বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া বেলি, উপ-যোগাযোগ বিষয়ক সম্পাদক জুনায়েদ, গ্রন্থগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরে মোবাশ্বিরা, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আফিয়া বিনতে ইসলাম ঐশি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাহিমুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাব্বির রহমান উৎস, শিপন শেখ, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত ফাইজা এবং কার্যনির্বাহী সদস্য সাব্বির মনোনীত হয়েছেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ