ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয় বিদ্যোৎসাহিনীর নেতৃত্বে ফাহিমা ও শ্রাবণী

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৩২

আগামী ১ বছরের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহিনী সভার নতুন কমিটি ঘোষিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা খাতুন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবণী রাণী সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যোৎসাহিনী সভা'র উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুমাইয়া ইমু, ফাতেমা রত্না, মাসুদ রানা, আমিরুল ইসলাম বাপন ও আনারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জান্নাতুন রোমা, সুচরিতা সূচনা, রাফিয়া সরকার, কর্ণজয় ত্রিপুরা, মো. সালেহীন, জহিরুল ইসলাম জিসান, রাইমুল কবীর রিফতি ও শাহ বিলিয়া জুলফিকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহুয়াজ্জান হীরা ও আনান আহমেদ। পাঠচক্র আহ্বায়ক হিসেবে রয়েছেন হিজবুন নাহার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোস্তাকিম মন্ডল, ফয়সাল আহমেদ, মারুফ হোসাইন, দেলোয়ার হোসেন ছোটন ও কাউসার আহমেদ।

এ সম্পর্কে শ্রাবণী রাণী সরকার বলেন, বই আমাদের আত্মশুদ্ধির একটি প্রধান মাধ্যম। এই সংগঠনের একটি মূল কাজ হলো জ্ঞানের দ্বার উন্মোচিত করা। ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাহিত্যমুখী চেতনাবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য। এই সংগঠন থেকে প্রতিবছর একটি বার্ষিক ম্যাগাজিন বের হয়ে থাকে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনীশক্তির প্রকাশ ঘটে। আগামীতে এই কার্যক্রমগুলোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশে সৃজনশীল আরও কিছু কার্যক্রম গ্রহণ করা হবে। বইপড়া এবং পাঠকদের বুক রিভিউয়ের মাধ্যমে আমাদের আগামীর পথ আরো সুগঠিত হবে বলে আশা করছি। সবার সহযোগিতা একান্ত কাম্য।

ফাহিমা খাতুন বলেন, সংগঠনটি নিয়মিত বই পড়া,পাঠচক্র, বুক রিভিউ এর আয়োজন করে থাকে। এর মাধ্যমে পরিবেশ, সংস্কৃতি, দর্শন, সমাজবাস্তবতাসহ নানা বিষয় উঠে আসে ৷ সমাজ সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য বিদ্যাচর্চার বিকল্প নেই। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। খুবই ভালো লাগছে। সুন্দর পরিবেশ বজায় রেখে বিদ্যাচর্চার মাধ্যমে সংগঠনটি হবে জ্ঞান চর্চার আদর্শ স্থান। নিয়মিত পত্রিকা প্রকাশের মাধ্যমে আগ্রহী লেখক পাঠকের বিদ্যাচর্চার পথ সুগম হবে বলে মনে করছি।

উল্লেখ্য, সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুজন আলী শেখ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রায়হানা আক্তার, পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক (কাউন্সিলিং সাইকোলজিষ্ট) মোছা. আদিবা আক্তার ও বিদ্যোৎসাহিনী সভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি আমিনা সরকার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ