২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এক বালক শিক্ষার্থী।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক বালক শিক্ষার্থীর। তার নাম মো. মোস্তাফিজুর রহমান।
এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এক ছাত্র। বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে নানা আলোচনা-সমালোচনা। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক ছাত্রের। তার নাম মো. মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বিষয়টি সম্পর্কে কিছু জানি না। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ