ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থী বহিষ্কার 

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী বলে জানা যায়।

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ১১টি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (প্রথম বর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক তাদের অভিযুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিগুলোতে আরও বলা হয়, স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তদন্ত কমিটির রিপোর্ট ও তাদের শুনানির পর ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সব একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ২২নং ধারা অনুযায়ী ওই শিক্ষার্থীরা চাইলে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর ১৫ দিনের মধ্যে ওই শাস্তির বিষয়ে আপিল করতে পারবে।

এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, নিজের বাসা ছেড়ে নতুন ক্যাম্পাসে আসা ছাত্রদের এমনিতেই বেশ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে র‍্যাগিং এর মতো অমানবিক কার্যক্রম নবীন শিক্ষার্থীদের জন্য আতঙ্ক আরো বাড়িয়ে তুলে। চুয়েট প্রশাসনের র‍্যাগিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি একটি সময় উপযোগী সিদ্ধান্ত। র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানী পর্যালোচনা শেষে তাদেরকে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। মাদক ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসন শুন্য নীতিতে আছে। কাউকে এর সঙ্গে জড়িত পাওয়া গেলে আমরা তার কঠোর শাস্তির ব্যবস্থা করব।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ