গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করেন তারা। পরে তারা একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, উদয় দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন, দপ্তর সম্পাদক মনির হোসেন। এ ছাড়াও সংগঠনটির অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনের তারা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক না হয়ে বরং আরো ভোগান্তির সৃষ্টি করেছে। এই প্রক্রিয়ার ফলে শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ছেন। এ ছাড়াও কাঙ্খিতমানের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। সিট ফাঁকা রেখেই ক্লাস চালু করতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছেন।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এই পদ্ধতি শিক্ষার্থীদের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তির কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগ রয়েছে তারা আলাদা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিলে অন্য বিভাগগুলো কেন বঞ্চিত হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদ্ধতি থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করা হোক। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে যদি দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়া হয় তবে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
মানববন্ধন শেষে এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। এসময় উপাচার্য বলেন, গুচ্ছ একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা অংশগ্রহণ করেছে সবাই গুচ্ছে থাকতে সম্মত হয়েছে। তবে আমরা এই দাবিকে সম্মান করি। আমি এটি কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীদের দাবি তাদের সামনে তুলে ধরবো।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ