ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউল ও লোকগানের কর্মশালা

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে 'বাউলের আত্মাসামাজিক অবস্থা নিরুপণের জন্য সমীক্ষা' শীর্ষক মতবিনিময়, বাউল ও লোকগানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে সঙ্গীত বিভাগে এই কর্মশালা শুরু হয়।

মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখক, গবেষক ও কবি প্রফেসর ড. তারেক রেজা।

মতবিনিময় ও কর্মশালায় বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম। অফিসার মোছা. শামিমা সুলতানা। আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট বাউল শিল্পী সুনীল কর্মকার, সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম আসলাম এবং গণমাধ্যম কর্মী সুমন সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুশান্ত কুমার সরকার।

মূখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল। দর্শন আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক সঙ্গীত বিভাগের প্রফেসর ড. জাহিদুল কবীর, লেখক ও গবেষক রুবেল সাইদুল আলম এবং লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক ড. মো. আহমেদ শাকিল হাসমী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ