ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সন্ধ্যার পর ঢাবিতে জোরে মাইক বাজানো নিষিদ্ধ

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় জোরে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে গান বাজানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার-মাইক-গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার-মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে, রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), রাজু ভাস্কর্যের পাদদেশ ও ডাস চত্বরে উচ্চশব্দে মাইক ও বক্স বাজিয়ে সমাবেশ ও অন্য অনুষ্ঠান আয়োজন, অন্য আবাসিক হলের সামনে মাইকিংয়ের ফলে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা এক অভিনব প্রতিবাদ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ